ভক্তদের সুখবর দিলেন মারুফ

ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়কের বেশ কিছু সিনেমা দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে নির্মাণ করেছেন ‘গ্রিন কার্ড’ শিরোনামে সিনেমা। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে এটি। এর মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মারুফের। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘‘গ্রিন কার্ড’ সিনেমার নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি প্রথম বাংলা সিনেমা, যেটা পুরোপুরি যুক্তরাষ্ট্রে দৃশ্যধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে সিনেমাটির গল্প। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি।’’

কবে নাগাদ মুক্তি দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। দেশে ফিরেই সিনেমাটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করব।’

পারিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন কাজী মারুফ। তা ছাড়া অভিনয়ও করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

সিনেমাটি কাজী মারুফের সঙ্গে পরিচালনায় ছিলেন রওশান আরা নিপা। অনলাইনে পরামর্শ দিয়েছেন মারুফের বাবা কাজী হায়াৎ।